ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের ১৪০ সদস্য
Published : Saturday, 15 January, 2022 at 12:00 AM
পুলিশের ১৪০ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে বামাকোর উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, কমান্ডার মোহাম্মদ শাহিনুর আলম খানের নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের (বিএএনএফপিইউ) চতুর্থ রোটেশনের ৭০ জন এবং ডেপুটি কমান্ডার মো. স্নিগ্ধ আখতারের নেতৃত্বে অষ্টম রোটেশনের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।
ডিআইজি (অপারেশনস ও অতিরিক্ত দায়িত্বে মিডিয়া অ্যান্ড প্ল্যানি) মো. হায়দার আলী খান ও ইউএন অ্যাফেয়ার্স (অপারেশনস) উইংয়ের কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানান।
২০১৩ সাল থেকে বিএএনএফপিইউ-১, এমআইএনইউএসএমএ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মালির বামাকোতে বাংলাদেশ পুলিশের সদস্যরা পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
২০১৭ সাল থেকে মালির উত্তরভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় দায়িত্ব পালন করছে।