ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে রাতে শীতার্ত মানুষের জন্য কম্বল নিয়ে ছুটছেন ইউএনও
Published : Saturday, 15 January, 2022 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
কনকনে শীতে সবাই যখন গায়ে গরম কাপড় জড়িয়ে আরামে ঘুমায় তখন কিছু মানুষ গরম কাপড়ের অভাবে কোনো রকম রাত কাটায়। এত কষ্টের পরেও পরিবারের দুবেলা খাবারের যোগানে বের হয়ে যান কাজের সন্ধানে। আর এসব অসহায় দরিদ্র মানুষের শীত নিবারণের জন্য কম্বল নিয়ে বাড়ি বাড়ি, রাস্তায়, ফুটপাতে গত রাতে ছুটছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
অসহায় মানুষের জন্য যিনি কম্বল নিয়ে ছুটেন তিনি হচ্ছেন কুমিল্লার লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ। এক পসলা বৃষ্টির পর  কনকনে শীত জেঁকে বসে এতে অসহায় মানুষের শীত নিবারণে খুব কষ্ট হয়। মানবিক এই কাজের জন্য সর্ব মহলে প্রশংসিত হন ইউএনও।
উপজেলার বিভিন্ন  ইউনিয়নের অসহায় দরিদ্র শীতার্ত মানুষ, এতিম খানায় ঘুরে ঘুরে শীতের রাতে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। রাতে শীতের একখানা কম্বল পেয়ে অনেক অসহায় দরিদ্র মানুষগুলো বেশ খুশি হয়ে ওঠে।
লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ  বলেন, অসহায় দরিদ্র শীতার্ত মানুষদের খুজেঁ কম্বল দেওয়া হচ্ছে। আর শীত মৌসুমে নানা রোগে আক্রান্ত থেকে বাঁচানো যাবে দরিদ্র ও অসহায় মানুষদের। শীতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।