ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Published : Friday, 14 January, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি: খাদ্য বিভাগ ও কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন গতকাল বুড়িচং এলএসডি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সংগ্রহ কমিটির সভাপতি মোছাম্মৎ সাবিনা ইয়াছমিনের প্রতিনিধি উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. আফরিণা আক্তার। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বানিন রায় ও সাদিয়া তাসমিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ষোলনল ইউপির সাবেক মেম্বার মো. রবিউল আলম রবু, অব. বিডিআর মো. শাহআলম বেগসহ খাদ্য গুদামের সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, বুড়িচং উপজেলায় আমন ২১/২২ সংগ্রহ মৌসুমে ধানের লক্ষ্যমাত্রা ৫১৩ মে.টন ও চালের লক্ষ্যমাত্রা ৪৮৮২ মে. টন ধার্য্য করা হয়েছে।