ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ক্লাব কর্তৃক অন্তঃবিভাগীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট
Published : Thursday, 23 December, 2021 at 12:00 AM, Update: 23.12.2021 12:21:56 AM
ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ক্লাব কর্তৃক অন্তঃবিভাগীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টশীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের কম্পিউটার  ক্লাব  কর্তৃক গত ২১ এবং ২২ ডিসেম্বর অন্তঃবিভাগীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিকটবর্তী মাঠে দুইদিন ব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতা আয়োজনের সার্বিক  তত্ত্বাবধানে ছিলেন কম্পিউটার ক্লাবের সম্মানিত পরামর্শক এবং সিএসই বিভাগের শিক্ষক  মোঃ জাহিদুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং সিএসই বিভাগের সম্মানিত সভাপতি  মোজাম্মেল হক।
বিভাগের  শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিযোগিতার জন্য নাম নিবন্ধন করে। পরবর্তীতে লটারির মাধ্যমে দুইজন করে দল নির্ধারণ করা হয়। একই উপায়ে একদলের সাথে অপর দলের ম্যাচ নির্ধারণ করা হয়। উল্লেখ্য এই প্রতিযোগিতা নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট ৮ টি দল অংশগ্রহণ করে। গ্রুপ পর্বের চারটি ম্যাচ, সেমিফাইনালে দুটি ম্যাচ এবং ফাইনাল সহ মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিদের উৎসাহ যোগাতে মাঠে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত উপাচার্য ড. সুরজিৎ সর্ববিদ্যা, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত ট্রেজারার ড. মোঃ মিলন হোসেন, সম্মানিত রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, সিএসই বিভাগের সম্মানিত সভাপতি মোজাম্মেল হক, সিএসই বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীরা। উপস্থিত অতিথিবৃন্দ প্রতিযোগিতা আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে অভিবাদন জানান।
উৎসবমুখর পরিবেশে প্রথম দিন সকাল ১০ টা থেকে এই প্রতিযোগিতা আরম্ভ হয়, যা দিনব্যাপী চলে। প্রথম রাউন্ডে অনুষ্ঠিত ৪ খেলায় জয়ী দল সেমিফাইনালে উন্নীত হয়। নির্ধারিত সূচি অনুযায়ী শ্বাসরুদ্ধকর পরিবেশে দ্বিতীয় দিন বিকেল ২ টায় সেমিফাইনাল ম্যাচ আরম্ভ হয়। সেমিফাইনালে বিজয়ী দুই দল ফাইনালে অংশগ্রহণ করে বিকাল ৩ টায়।
এই প্রতিযোগিতায় মোঃ রাকিবুল হাসান (স্প্রিং ২০ ব্যাচ) এবং খন্দকার আরিফুর রহমান (ফল ২১ ব্যাচ) এর দল রানার আপ এবং রুহুল কুদ্দুস রিয়াজ (স্প্রিং ১৯ ব্যাচ) এবং সাগর মিয়া (ফল ১৯ ব্যাচ) এর দল চ্যাম্পিয়ন হয় । সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য টূর্ণামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে রুহুল কুদ্দুস রিয়াজ নির্বাচিত হয়।
প্রতিযোগিতা শেষে  সিএসই বিভাগের সম্মানিত সভাপতি  মোজাম্মেল হক চ্যাম্পিয়ন, রানারআপ এবং সেরা খেলোয়াড়ের হাতে পুরষ্কার তুলে দেন । তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থীরা যাতে নিয়মিত এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে বিষয়ে গুরুত্বারোপ করেন।