
স্টাফ রিপোর্টার: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল কর্মযজ্ঞ নিয়ে এবার প্রকাশিত হল কুমিল্লা সরকারি মহিলা কলেজ বার্ষিকী অনুরণন। এটি বঙ্গবন্ধু সংখ্যা নামে পরিচিত। চলতি মাসে ওই প্রকাশনা বের হয়। কলেজ বার্ষিকীর শুরুতেই কুমিল্লা-৬ আসনের টানা তিনবারের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিনের বাণী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বাংলাদেশের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুকের বাণী, অধ্যক্ষ প্রফেসর মো. জামাল নাছেরের বাণী, উপাধ্যক্ষ প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দীন আহমেদের শুভেচ্ছা কথা প্রকাশিত হয়।
কলেজ সূত্রে জানা গেছে, ২৮৮ পৃষ্ঠার বই আকারের ওই বার্ষিকীতে ৪৭টি প্রবন্ধ, একটি গল্প, দুইটি কবিতা, দুইটি নিবন্ধ ও আলোকচিত্র তুলে ধরা হয়। দেশের নামকরা প্রবন্ধকার, কবি ও কলেজের শিক্ষকেরা এতে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ, তাঁর কারাজীবন, সত্তরের নির্বাচনের বিজয়, জাতিসংঘের ভাষণ, বঙ্গবন্ধুর জীবনে শেখ ফজিলাতুন্নেছার ভূমিকা, কুটনৈতিক সাফল্য, ইসলাম প্রচার, সংস্কৃতি, শিক্ষা, আদর্শ, ত্যাগ, বাংলাদেশের নামকরণ, স্বাধীনতার ঘোষণা, বঙ্গবন্ধুর শিক্ষাগুরু, বিজয় ও বাংলাদেশ ভাবনা নিয়ে লেখেন।
কলেজের অধ্যক্ষ মো. জামাল নাছের কে সম্পাদনা পরিষদের সভাপতি, উপাধ্যক্ষ হাসনাত আনোয়ার উদ্দীন আহমেদকে সহসভাপতি , বাংলা বিভাগের অধ্যাপক আবু হেনা আবদুল আউয়াল কে সম্পাদক , ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেহানা পারভীন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক রীতা চক্রবর্তী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ উল্লাহ মজুমদার, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফারুক আহম্মদ ও গণিত বিভাগের প্রভাষক মোহাম্মদ আবু ইউসুফ সুমন সম্পাদনা পরিষদের সদস্য। কলেজ বার্ষিকীতে বঙ্গবন্ধুর নানা ধরণের ছবি, কলেজের বিভিন্ন কর্মযজ্ঞের ছবি, শিক্ষক ও কর্মচারীদের ছবি সন্নিবেশ করা হয়।
এ প্রসঙ্গে অধ্যক্ষ মো. জামাল নাছের বলেন, এই প্রকাশনা সংগ্রহে রাখার মতো। এখানে বঙ্গবন্ধুর জীবনের নানা দিক তুলে ধরা হয়। বঙ্গবন্ধুর জš§ শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব ঘিরে এই প্রকাশনা। নতুন প্রজš§ ও কলেজের শিক্ষার্থীরা এতে করে বঙ্গবন্ধুকে নিয়ে আরও বেশি করে জানতে পারবে। কলেজের ৬১ বছরের ইতিহাসে এতো বড় কলেজ বার্ষিকী এবারই প্রথম প্রকাশিত হল।