ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রথম শ্রেণি ছাড়া অন্য শ্রেণিতে ভর্তিতে বয়সের বাধা নেই
Published : Thursday, 23 December, 2021 at 12:00 AM
প্রথম শ্রেণি ছাড়া অন্য কোনও শ্রেণিতে ভর্তি হতে বয়সের কোনও বাধা নেই বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো. বেলাল হোসাইন। লটারিতে উত্তীর্ণ হওয়ার পরও বয়সের জটিলতার কারণে জামালপুর জিলা স্কুলে ভর্তি হতে না পারায় শিক্ষার্থী ও অভিভাবকদের আন্দোলনের ঘটনায় বুধবার (২২ ডিসেম্বর) সাংবাদিকদের এ কথা জানান তিনি।
প্রসঙ্গত, প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ৬ বছর বয়স হতে হবে। তবে এর কম হলে হলে প্রথম শ্রেণিতে ভর্তি করা হবে না। তবে বয়স ৬ বছরের বেশি হলে ভর্তিতে কোনও বিধিনিষেধ নেই। কিন্তু দেশের বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বয়সের শর্ত জুড়ে দেওয়া হচ্ছে।
অধ্যাপক মো. বেলাল হোসাইন বলেন, ‘ছয় বছর হলে শিশুরা প্রথম শ্রেণিতে ভর্তি হতে পারবে। এছাড়া অন্য শ্রেণিগুলো ওপেন, সবাই ভর্তি হতে পারবে।’
এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘প্রথম শ্রেণিতে ভর্তি হতে ছয় বছর বা তার বেশি বয়স হতে হবে। অন্য শ্রেণিগুলোয় সেই হিসেবে নির্ধারিত বয়সে ভর্তি হতে পারবে। নির্ধারিত বয়সের বয়স বেশি হলে কোনও সমস্যা নেই।’