ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বড় স্বপ্ন নিয়ে উড়াল দিলো যুবারা
Published : Wednesday, 22 December, 2021 at 12:00 AM
এশিয়া কাপ ও বিশ্বকাপে অংশ নিতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রাকিবুল হাসানের নেতৃত্বে যুবা দল আরব আমিরাতের উদ্দেশে মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশ ছাড়ে।
আরব আমিরাতে আসন্ন এশিয়া কাপে খেলবে রাকিবুলের দল। ২৩ ডিসেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট। বাংলাদেশ মাঠে নামবে পরদিন ২৪ ডিসেম্বর। ফাইনাল হবে ৩১ ডিসেম্বর।
নতুন বছরের প্রথম দিন বিশ্বকাপ খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে আরব আমিরাত ছাড়বে বাংলাদেশ। ১৪ জানুয়ারি থেকে শুরু হবে এবারের বিশ্বকাপ। শেষ হবে ফেব্রুয়ারির ৫ তারিখ।
যুব দলের ঢাকা ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান আবু ইনাম মো. কাউসার। তিনিও যাচ্ছেন যুবা দলের সঙ্গে।
রাইজিংবিডিকে তিনি মুঠোফোনে বলেন, 'বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে আজ সন্ধ্যায় আরব আমিরাতে যাচ্ছি আমরা। এশিয়া কাপ শেষে সেখান থেকে জানুয়ারির ১ তারিখ ওয়েস্ট ইন্ডিজ যাব, বিশ্বকাপ খেলতে।’
যুব বিশ্বকাপে বাংলাদেশ বর্তমান চ্যাম্পিয়ন দল। দেশ ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক রাকিবুল হাসান ও কোচ নাভিদ নেওয়াজ জানিয়েছেন ট্রফি জয়ের জন্যই যাচ্ছেন তারা। দল নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক, কোচ হতে শুরু করে টিম ম্যানেজমেন্ট।