ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নতুন বিদেশি কোচের সন্ধানে বাফুফে
Published : Tuesday, 21 December, 2021 at 12:00 AM
জেমি ডে'কে বিদায় করার পর দুটি টুর্নামেন্ট অন্তবর্তীকালীন কোচ দিয়ে চালিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অক্টোবরে মালদ্বীপে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে দায়িত্বে ছিলেন বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন, নভেম্বরে শ্রীলংকায় হওয়া মাহিন্দা রাজাপাকসে চার জাতি টুর্নামেন্টে ছিলেন আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস।
বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেছিলেন, নতুন বছরে নতুন বিদেশি কোচের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দেবেন তারা। নতুন বছর শুরু হতে আর বাকি ১১ দিন। এই কয় দিনে কি নতুন কোচ দেখা যাবে জামাল ভূঁইয়াদের? বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির মাধ্যমে এরই মধ্যে বাফুফে কয়েকটি বায়োডাটা এনেছে যাচাই-বাছাইয়ের জন্য।
জেমি ডে'কে বাধ্যতামূলক ছুুটিতে পাঠিয়েছে বাফুফে। তবে তার ছুটিটা স্থায়ী হয়ে যাচ্ছে। তাকে ফিরিয়ে আনার কোনো ইচ্ছা বাফুফের নেই। দুই পক্ষের মধ্যে সমঝোতামূলক আলোচনা চলছে। বাফুফের একটি সূত্র জানিয়েছে, পুরো বছরের পাওনা পরিশোধ সাপেক্ষে জেমির সঙ্গে সম্পর্কটা স্থায়ীভাবে বিচ্ছেদ করতে যাচ্ছে বাফুফে।
স্বাধীনতা কাপ শেষ হয়েছে। এ সপ্তাহেই মাঠে গড়াবে মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশন কাপ। তারপর প্রিমিয়ার লিগ। বাফুফের ইচ্ছা লিগ শুরুর আগেই নতুন কোচ নিয়োগ দেওয়ার, যাতে খেলা দেখে জাতীয় দলের জন্য খেলোয়াড় বাছাই করতে পারেন নতুন কোচ।
ইংল্যান্ডের জেমি ডে, স্পেনের অস্কার ব্রুজন ও পর্তুগালের মারিও লেমসের পর কোন দেশের কোচ হাল ধরবেন জাতীয় দলের? সূত্রের দেওয়া খবর অনুযায়ী, বাফুফে যে ৫টি বায়োডাটা নিয়ে কাজ করছে তার মধ্যে জেমির দেশের এক কোচও আছেন। আছে স্পেন, জার্মানি, ফ্রান্স ও নেদারল্যান্ডসের কোচের বায়োডাটাও।
সব দিক দিয়ে মিলে গেলে এই ৫ জনের যেকোনো একজনকে বেছে নিতে পারে বাফুফে। জানা গেছে, চলতি সপ্তাহে এই ৫ কোচের বায়োডাটা নিয়ে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের সঙ্গে আলোচনায় বসবেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ।