৬০ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক
Published : Thursday, 2 December, 2021 at 12:00 AM
মিয়ানমার থেকে ইয়াবা চালান নিয়ে কক্সবাজারের টেকনাফের জিম্বংখালী সীমান্তে প্রবেশকালে তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন- উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মো. হাসানের ছেলে মজিবুর রহমান (২১), একই ক্যাম্পের আবু সৈয়দের ছেলে মাহবুর রহমান (২০) ও নুর ইছামতের ছেলে মো. আমানুল্লাহ (২০)।
বুধবার (১ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
তিনি জানান, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে জীম্বংখালীর উত্তরে জালালের ঘেরে বিজিবির সদস্যরা অবস্থান নেন। বুধবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে মিয়ানমার সীমান্ত থেকে একটি নৌকা আসতে দেখে বিজিবির টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে চার দিক দিকে ঘেরাও করা হয়। নৌকায় থাকা ওই তিন রোহিঙ্গাকে আটক করা হয়।
বিজিবির ওই কর্মকর্তা আরও জানান, পরে আটকদের স্বীকারোক্তি মতে নৌকায় তল্লাশি করে প্ল্যাস্টিক মোড়ানো একটি ব্যাগ থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য এক কোটি ৮০ হাজার টাকা। এ বিষয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা করে তাদেরকে থানায় হস্তান্তর করা হবে।