কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ ৯ দিনব্যাপি বিজয় উৎসবের কর্মসূচি ঘোষণা
Published : Thursday, 2 December, 2021 at 12:00 AM
৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ৮-১৬ ডিসেম্বর ৯ দিন ব্যাপী প্রতি বৎসরের ন্যয় ইস্টার্ন মেডিকেল কলেজ কুমিল্লার উদ্যোগে এবারও শুরু হতে যাচ্ছে “বিজয় উৎসব ২০২১”। বিজয় উৎসব ২০২১ এর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে যথাক্রমে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. শাহ্ মোঃ সেলিম, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ, অনারারী অধ্যাপক অধ্যাপক ডাঃ মোঃ আতাউর রহমান, নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর ভুঁইয়াকে পৃষ্ঠপোষক, ইস্টার্ন মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কলিম উল্লাহকে আহ্বায়ক, যথাক্রমে অধ্যাপক ডাঃ মোঃ মুজিবুর রহমান, অধ্যাপক ডাঃ মোসাম্মৎ শামীমা আক্তার, অধ্যাপক ডাঃ আরিফ আকবর শৈবাল কে যুগ্ম আহ্বায়ক ও উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জাকিরুল ইসলামকে সদস্য সচিব এবং সাংস্কৃতিক অন্ষ্ঠুান উপ-কমিটির আহ্বায়ক ডাঃ রেহানা সুলতানা- সহযোগী অধ্যাপক, কমিউনিটি মেডিসিন, ক্রীড়া অনুষ্ঠান উপ-কমিটির আহ্বায়ক ডাঃ দেবাশীষ চক্রবর্তী- সহকারী অধ্যাপক, শিশু সার্জারী সহ ২৫ সদস্য বিশিষ্ট উৎযাপন কমিটি গঠন করা হয়।
৯ দিনব্যাপি বিজয় উৎসবের কর্মসূচির মধ্যে ৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবসে আলোচনা সভা, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন, ৯-১২ ডিসেম্বর ৪ দিন ব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র প্রদর্শনী, ১৩ ডিসেম্বর বিজয় মেলা ও পিঠা উৎসব, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আলোচনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হইবে।
উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কলিম উল্লাহ বিজয় উৎসব ২০২১ এর কর্মসূচী বাস্তবায়নে শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।