দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের চামুন্ডাই গ্রামের পাশে নলশীষা নদীর পাড়ে এক তরুণের রগকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সৌরভ হোসেন জয়পুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য সানোয়ার হোসেনের ভাতিজা। তিনি উপজেলার আফতাবগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী। এবার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার।
স্থানীয়দের বরাত দিয়ে নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, সকালে পায়ের রগ কাটা লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ উদ্ধার করে পুলিশ।