ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইউক্রেন নিয়ে ন্যাটোকে সতর্ক করলেন পুতিন
Published : Wednesday, 1 December, 2021 at 11:49 AM
ইউক্রেন নিয়ে ন্যাটোকে সতর্ক করলেন পুতিনরুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটকে সতর্ক করেছেন। মঙ্গলবার তিনি বলেছেন, ইউক্রেন নিয়ে রাশিয়ার ‘রেড লাইন’ যদি ন্যাটো অতিক্রম করে তাহলে তারা বাধ্য হবে পদক্ষেপ নিতে। ইউক্রেনের মাটিতে আক্রমণের সক্ষমতাযুক্ত ক্ষেপণাস্ত্র মোতায়েনকে ট্রিগার হিসেবে দেখবে মস্কো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

মস্কোতে একটি বিনিয়োগ ফোরামের আলোচনায় পুতিন জানান, তিন আশা করেন সবপক্ষের মধ্যে কাণ্ডজ্ঞান জাগ্রত হবে। কিন্তু তিনি চান, ন্যাটো যেনও ইউক্রেনকে ঘিরে রাশিয়ার নিজস্ব নিরাপত্তা উদ্বেগ নিয়ে সচেতন হয়। এছাড়া পশ্চিমাদের সহযোগিতা কিয়েভের সামরিক অবকাঠামোর সম্প্রসারণে রাশিয়ার কীভাবে প্রতিক্রিয়া জানাবে তা সম্পর্কেও ন্যাটোর জানা দরকার।

পুতিন বলেন, ইউক্রেনের মাটিতে যদি কোনও আক্রমণ ব্যবস্থা বসানো হয়, এখান থেকে মস্কো যেতে লাগবে ৭-১০ মিনিট। আর যদি কোনও হাইপারসোনিক অস্ত্র মোতায়েন হয়। শুধু চিন্তা করে দেখুন।

রুশ প্রেসিডেন্ট বলেন, এমন পরিস্থিতি আমরা কী করব? আমাদের তখন একইভাবে পদক্ষেপ নিতে হবে যারা এভাবে আমাদের জন্য হুমকি তৈরি করেছে। আমরা তা করতে পারি।

পুতিন জানান, রাশিয়ার সাগরভিত্তিক একটি নতুন হাইপারসোনিক ক্ষেপণান্ত্রের পরীক্ষা চালিয়েছে। আগামী বছর তা নৌ বাহিনীতে যুক্ত হবে। শব্দের গতির চেয়ে এটির গতি নয়গুণ বেশি।