ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেশে একদিনে করোনায় আরো একজনের মৃত্যু, শনাক্ত ২৭৩
Published : Tuesday, 30 November, 2021 at 6:29 PM
দেশে একদিনে করোনায় আরো একজনের মৃত্যু, শনাক্ত ২৭৩দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু দাঁড়ালো ২৭ হাজার ৯৮১ জনে।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ‌্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭৬ হাজার ২৮৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৩৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৪৮ শতাংশ। এছাড়া করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬৮ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ৯৬৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।