ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন
Published : Sunday, 31 October, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।"মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি" এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের আয়োজনে গতকাল শনিবার সকালে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহার নেতৃত্বে একটি র‌্যালি থানা কমপ্লেক্স থেকে যাত্রা শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা র‌্যালিতে অংশগ্রহণ করেন। পরে র‌্যালিটি থানা কমপ্লেক্সে এসে শেষ হয়। র‌্যালি শেষে  থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহার সভাপতিত্বে ও  পুলিশ উপপরিদর্শক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার খান,  মালাপাড়া ইউপি চেয়ারম্যান এ কে আজাদ ভূঁইয়া, সিদলাই ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগ সদস্য ও সাবেক আইনমন্ত্রী প্রয়াত এডভোকেট আবদুল মতিন খসরুর সাবেক পিএ মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাহ আলম, সাবেক বিআরডিবি চেয়ারম্যান মাসুদ আলী হায়দার,  মুক্তিযোদ্ধা এম এ মোক্তাদির বাবলু মিয়া, মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, সিদলাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা সরকার, শশীদল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক মিয়া, আওয়ামী লীগের মহিলা নেত্রী শিরিন সুলতানা, আবদুল আলীম মেম্বার, জয়নাল আবেদীন জানু মেম্বার, তফাজ্জল মেম্বার, এয়ার খান মেম্বার, ইদ্রিস মিয়াসহ ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত পুলিশ অফিসার ও পুলিশ সদস্যরা।