ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন ততদিন প্রধানমন্ত্রী থাকবেন’--এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন
Published : Sunday, 31 October, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ।।
শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন, ততদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং এফবিসিসিআই’র সাবেক দু’বারের সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। তিনি বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের জীবন থাকতে শেখ হাসিনার ক্ষতি হবে না। শেখ হাসিনাই আমাদের প্রেরণা, আমাদের শক্তি। তিনি আল্লাহর রহমতে যতদিন বেঁচে আছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে ততদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন।
আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি শনিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর, পাহাড়পুর ও বাবুটিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীদের নিয়ে পান্তি বাজারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম রুহুল আমিন।
পাহাড়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস ছামাদ মাঝির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হানিফ সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের চেয়ারম্যান, ধামঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম চেয়ারম্যান, বাবুটিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোবারক মুন্সী, ধামঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ^জিত সরকার, সাংগঠনিক সম্পাদক আবু সাদেক সাদির, পাহাড়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পদক লিটন কুমার ভৌমিক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম তুহিন, পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জসিম উদ্দিন, ছাত্রলীগ নেতা সোহেল মিয়া, আহমদ শিকদার ও রুবেল মিয়া।
আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর কবির, চাপিতলা ইউপি চেয়ারম্যান কাইয়ুম ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আরিফুল ইসলাম শাহেদ, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, মুরাদনগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন, সমাজসেবক শাহিনুর রহমান ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজ খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি আরো বলেন, শেখ হাসিনা আজ বাংলাদেশ পেরিয়ে বিশ্বের নেত্রী। তিনি বিশ্বের একজন সৎ প্রধানমন্ত্রী। শেখ হাসিনা হলো মহামানব, তার কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া নেই। তিনি শুধু মানুষের কল্যাণে কাজ করেন। শেখ হাসিনা অতি সাধারণ জীবন যাপন করেন, তার কোনো ভোগ-বিলাসিতা নেই। শেখ হাসিনার প্রতি বঙ্গবন্ধুর ও দেশের মানুষের আশীর্বাদ এবং ভালোবাসা রয়েছে।