ডি মারিয়ার গোলে পিএসজির রুদ্ধশ্বাস জয়
Published : Sunday, 31 October, 2021 at 12:00 AM
তারকায় পরিপূর্ণ
দুর্দান্ত দল পিএসজি শুক্রবার লিলের বিপক্ষে হারের শংকায় পড়েছিল। শুরুতে
গোল হজম করে সেটি শোধ করতেই যেন নাভিশ্বাস উঠে গিয়েছিল তাদের। শেষ পর্যন্ত
ম্যাচে সমতা টানেন মার্কিনিয়োস। আর শেষ মুহূর্তে গোল করে পিএসজিকে ২-১
ব্যবধানের জয় এনে দেন আনহেল ডি মারিয়া। ১২ ম্যাচে ১০ জয় ১ ড্রয়ে ৩১ পয়েন্ট
নিয়ে শীর্ষে পিএসজি।
ঘরের মাঠে লিগ ওয়ানের ম্যাচের ২৯ মিনিটে এগিয়ে যায়
লিল। বাঁ দিক দিয়ে ইলমাজ ডি-বক্সে ঢুকে ডিফেন্ডার টিলো কেরারকে কাটিয়ে
বাইলাইন থেকে কাটব্যাক করেন। আর ছয় গজ বক্সের মুখে কেবল পা বাড়িয়ে বলের
গতিপথ পাল্টে দেন কানাডার ফরোয়ার্ড ডেভিড। পিএসজি শিবির স্তব্ধ হয়ে যায়।
ম্যাচে প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ১৭টি শট নেয়
পিএসজি, যার ছয়টি থাকে লক্ষ্যে। লিলের ১১ শটের তিনটি লক্ষ্যে ছিল।
প্রথমার্ধে
মেসি-নেইমাররা তাদের সেরা অবস্থার ধারেকাছেও ছিলেন না। বিরতির পর মেসিকে
তুলে ইকার্দিকে নামানো হয়। অবশেষে ৭৪তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়
পিএসজি। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে ডি মারিয়ার উঁচু কাটব্যাকে ডান পায়ের
শটে বল ঠিকানায় পাঠান মার্কিনিয়োস। ম্যাচ যখন ড্রয়ের দিকে যাচ্ছে, তখন ৮৯
মিনিটে ডি-বক্সের মুখে বল ধরে ডি মারিয়াকে বল দেন নেইমার। বাম পায়ের
কোনাকুনি শটে জালে পাঠান সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার।