ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টানা পঞ্চম জয় মেরিনার্সের
Published : Saturday, 30 October, 2021 at 8:38 PM
টানা পঞ্চম জয় মেরিনার্সেরপ্রিমিয়ার হকি লিগে টানা পাঁচ জয় পেয়েছে মেরিনার্স ইয়াংস ক্লাব। মৌসুমের প্রথম টুর্নামেন্ট ক্লাব চ্যাম্পিয়ন হওয়া দলটি লিগ ম্যাচেও জিতে চলছে দাপটের সঙ্গে।

শনিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে তারা ৪-১ গোলে হারিয়েছে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে।

চার গোলের তিনটিই করেছেন সোহানুর রহমান। এক গোল ফজলে হোসেন রাব্বির। অ্যাজাক্সের গোল করেছেন রামিম হোসেন।

অন্য ম্যাচে সোনালী ব্যাংক ৭-২ গোলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে এবং বাংলাদেশ পুলিশ ৩-১ গোলে দিলকুশা স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে।