ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তালেবান সরকারের স্বীকৃতি নিয়ে কারও তাড়া নেই: রাশিয়া
Published : Saturday, 30 October, 2021 at 8:27 PM
তালেবান সরকারের স্বীকৃতি নিয়ে কারও তাড়া নেই: রাশিয়াতালেবানকে আফগানিস্তানের সরকার হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে কারও তাড়া নেই। শুক্রবার এমন মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘে নিযুক্ত রুশ দূতের এমন মন্তব্য ইঙ্গিত দেয়, বিশ্ব সংস্থাটিতে তালেবানের প্রতিনিধিত্ব দেখতে চায় না মস্কো।

ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, তালেবান নেতাদের ওপর জাতিসংঘ এবং অন্যান্য একতরফা নিষেধাজ্ঞার সমাধান করতে হবে। তবে সেটি হয়তো এখনই নয়।

তিনি বলেন, স্বীকৃতির প্রশ্ন তখনই উঠবে যখন আন্তর্জাতিক সম্প্রদায় নিশ্চিত করবে যে, তালেবান কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে।

২০২১ সালের ১৫ আগস্ট প্রায় বিনা বাধায় কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। প্লেনভর্তি অর্থ নিয়ে পালিয়ে দেশ ছাড়েন পশ্চিমা সমর্থিত প্রেসিডেন্ট আশরাফ গণি। তবে ক্ষমতা গ্রহণের পর মানবাধিকার সমুন্নত রাখা, বিশেষ করে নারী অধিকার এবং সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছিল দলটি। শুক্রবার তালেবানের ওই অঙ্গীকারের কথা মনে করিয়ে দেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত।

তালেবান ক্ষমতায় আসার পর জাতিসংঘে আফগান সরকারের প্রতিনিধি হিসেবে দলটির মুখপাত্র সুহাইল শাহিনকে নিয়োগ দেওয়া হয়। তবে বিশ্ব সংস্থাটিতে এখনও কাবুলের প্রতিনিধিত্ব করছেন ক্ষমতাচ্যুত গণি সরকারের নিয়োগপ্রাপ্ত প্রতিনিধি গোলাম ইসাকজাই। উভয় পক্ষই নিজেদের বৈধ প্রতিনিধি দাবি করায় প্রকৃতপক্ষে কে কাবুলের প্রতিনিধিত্ব করবেন সে বিষয়টি বিবেচনা করছে জাতিসংঘ। এমন বাস্তবতায় তালেবানের মিত্র হিসেবে পরিচিত রাশিয়ার দূতের মন্তব্য তাৎপর্যপূর্ণ হিসেবে প্রতীয়মান হচ্ছে।