ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তাইওয়ান ইস্যুতে লিথুয়ানিয়াকে সতর্ক করলো চীন
Published : Saturday, 30 October, 2021 at 8:09 PM
তাইওয়ান ইস্যুতে লিথুয়ানিয়াকে সতর্ক করলো চীনতাইওয়ান ইস্যুতে লিথুয়ানিয়া ও ইউরোপীয় কর্মকর্তাদের সম্পর্ক বিঘ্নিত না করতে সতর্ক করেছে চীন। বাল্টিক দেশগুলো ও তাইওয়ানের প্রতিনিধিত্বমূলক কার্যালয় চালু করার ইস্যুতে এই সতর্কতা জানালো চীন। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

আগস্টে লিথুয়ানিয়াকে বেইজিং থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের দাবি জানিয়েছিল চীন। একই সঙ্গে দেশটি বলেছিল, লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াস থেকে তারা চীনা দূতকে ফিরিয়ে আনবে। তাইওয়ান ভিলনিয়াসে তাদের কার্যালয়কে তাইওয়ানি প্রতিনিধিত্ব কার্যালয় বলে ঘোষণা দেওয়ার পর এসব দাবি করেছিল চীন।

ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অন্যান্য দেশে তাইওয়ানের কার্যালয়ের নাম তাইপে শহরের নামে। এর ফলে দ্বীপটিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি এড়ানো হয়। চীন দ্বীপটিকে নিজেদের অখণ্ড অংশ বলে মনে করে।

এই বছরের শুরুতে লিথুয়ানিয়া জানিয়েছিল, তাইওয়ানে তারা প্রতিনিধির কার্যালয় চালুর পরিকল্পনা করছে। এতে ক্ষুব্ধ হয় বেইজিং।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চীন দৃঢ়ভাবে চীন ও তাইওয়ান কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের বিরোধিতা করে।

মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, আমরা লিথুয়ানিয়ার প্রতি আহ্বান জানাই চীনের সঙ্গে কূটনৈতিক প্রতিষ্ঠার সময় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা এবং ভুল সিদ্ধান্ত না নেওয়ার জন্য।

বিবৃতিতে তিনি আরও বলেন, ইউরোপীয় অংশের উচিত চীন-ইউরোপীয় ইউনিয়নের সুসম্পর্কের অগ্রগতি বিঘ্নিত না করা এবং সঠিক অবস্থান গ্রহণ করা।