
ইসমাইল নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের পকেট কমিটি করার প্রতিবাদে সভা ও মিছিল করেছে ইউনিয়ন আ’লীগ ও অংঙ্গ সংগঠন। মঙ্গলবার বিকেরে সাহেবাবাদ ডিগ্রি প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আ’লীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক আবু জাহের। বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক মনির হোসেন চৌধুরী, ইউনিয়ন আ’লীগের সাবেক যুগ্ম আহবায়ক হুমায়ুন খান মেম্বার, সুলতান আহাম্মেদ, শাহাদত হোসেন জীবন, ইয়ার খান মেম্বার, ফরিদ উদ্দিন মেম্বার, আবু তাহের মেম্বার, যুবলীগ নেতা মনির খান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রাশেদুল ইসলাম আশ্রাফ, ইউনিয়ন মৎস্যজীবি লীগের সভাপতি এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক হাসান ভূইয়া, বিল্লাল হোসেন, আবুল হোসেন, আল আমিন, শাহজাহান, জলিল খান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাহেবাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠনতন্ত্র অনুযায়ী না দিয়ে যে বিতর্কিত ও পকেট কমিটি দেওয়া হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আওয়ামীলীগের গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি ঘোষণা ও বিতর্কিত পকেট কমিটি বাতিল করে নতুন ভাবে কমিটি করার জন্য দাবী জানান তারা।
এ সময় সাহেবাবাদ ইউনিয়ন আওয়ামীলীগকে একটি সুসংগঠিত নতুন কমিটি দেবার জন্য কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খানের প্রতি দাবী জানান বক্তারা।
সভা শেষে সাহেবাবাদ ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি ওই কলেজ মাঠ থেকে বের হয়ে কুমিল্লা-মিরপুর সড়ক ও সাহেবাবাদ বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।