বার্ডের কৃষি যান্ত্রিকীকরণ ও যৌথ খামার ব্যবস্থাপনা প্রকল্পের মতবিনিময় সভা
Published : Thursday, 28 October, 2021 at 12:00 AM
গতকাল বুধবার বার্ড কর্তৃক বাস্তবায়নাধীন কৃষি যান্ত্রিকীকরণ ও যৌথ খামার ব্যবস্থাপনা শীর্ষক প্রায়োগিক গবেষণা প্রকল্পের প্রকল্পভুক্ত এলাকা রায়চোঁ সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি, কালিরবাজার, আদর্শ সদর, কুমিল্লাতে প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বার্ডের সম্মানিত মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন বার্ডের সম্মানিত অতিরিক্ত মহাপরিচালক মোঃ সফিকুল ইসলাম এবং আদর্শ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন।
মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বার্ডের পরিচালক (প্রকল্প) ড. মোঃ কামরুল হাসান। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বার্ডের ভারপ্রাপ্ত পরিচালক (পল্লী অর্থনীতি ও ব্যবস্থাপনা) ও প্রকল্প পরিচালক ড. শিশির কুমার মুন্সী, সহকারী পরিচালক (কৃষি ও পরিবেশ) ও সহকারী প্রকল্প পরিচালক বাবু হোসেন, উপজেলা কৃষি অফিসার আউলিয়া খাতুন, পুলিশ পরিদর্শক মোঃ মহিউল ইসলাম, ১নং কালিরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সেকেন্দার আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় ওয়ার্ড মেম্বারসহ প্রকল্পের জমির মালিকগণসহ স্থানীয় জমির মালিকগণ। উক্ত মতবিনিময় সভায় চলমান বছরে বাস্তবায়ন কার্যক্রম জোরদারকরণে জমির মালিকগণের সক্রিয় অংশগ্রহণে ৫০% শেয়ারিং এর মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুমিল্লা থেকে আধুনিক কৃষি যন্ত্রপাতি (রাইস ট্রান্সপ্লান্টার ও কম্বাইন হারভেস্টার) গ্রহণ, ডিজিটাল ল্যান্ড সার্ভের মাধ্যমে জমির আইল উঠিয়ে জমির লেভেল অনুযায়ী প্লটে রুপান্তরে উপজেলা প্রশাসনের সহায়তা প্রদান বিষয়ক আলোচনা করা হয়। উল্লেখ্য যে, প্রকল্পটি বার্ডের রাজস্ব বাজেটের অর্থায়নে ২০১৯-২০ অর্থবছর হতে বাস্তবায়িত হচ্ছে।