ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হোমনায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
Published : Thursday, 28 October, 2021 at 12:00 AM
হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় গতকাল বুধবার আইনশংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বচনকে ঘীরে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেদিকে খেয়াল রাখা; বিশেষ করে কোনো সন্ত্রাসী যেন জেল থেকে ছাড়া পেয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে না পারে সেদিকেও পুলিশের নজরদারি বাড়ানোর জোর দিয়েছেন। এছাড়া উপজেলা পরিষদের ভেতরের কোয়ার্টার ও নানা স্থানে চুরির ঘটনায় উদ্বেগ, রাস্তাঘাটের যানজট, হাসপাতালের ভেতর কিছু প্রাইভেট অ্যাম্বুলেন্সের দৌরাত্ম ও অসহায় রোগীদের কাছ থেকে তাদের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কিলোমিটার হিসেবে সরকারি নির্দেশনা বাস্তবায়নের ওপর আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মো. মহসিন সরকার, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ, মাদ্রাসা সুপার মাওলানা আবদুস ছাত্তার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল হক, উপজেলা  প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রেসক্লাবের সভাপতি আ. হক সরকার ও সাংবাদিক কামাল হোসেন প্রমুুখ।