ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালনে মাঠ পর্যায়ের কর্মসূচি স্থগিত
Published : Wednesday, 27 October, 2021 at 12:00 AM
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২১ পালন উপলক্ষে আগামী রবিবার (৩১ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।  মঙ্গলবার (২৬ অক্টোবর) মন্ত্রণালয়ের নির্দেশে প্রাথমিক শিক্ষা অধিদফতর অনুষ্ঠানটি স্থগিত করে অফিস আদেশ জারি করে।
অফিস আদেশে আরও জানানো হয়, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানসহ মাঠ পর্যায়ের সকল কর্মসূচি স্থগিত রাখাসহ বিষয়টি ‘প্রাথমিক শিক্ষা পদক ২০১৯’ এর জন্য নির্বাচিত শিশু শিল্পী, ব্যক্তি/প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
অফিস আদেশে বিভাগীয় সকল উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসারকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।