ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দলা ইউনিয়ন আওয়ামীলীগের কমিটির প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন
Published : Monday, 25 October, 2021 at 12:00 AM
স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়ন আওয়ামীলীগের পকেট কমিটি করার প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করা হয়েছে। শনিবার বিকালে চান্দলা কেবি হাই স্কুল এন্ড কলেজ মাঠে চান্দলা ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের আয়োজনে এই মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করা হয়। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও যুবলীগ নেতা হাজী ইস্রাফিল ভূইঁয়ার পরিচালনায় ও গোলাম সারওয়ার মোগল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং সাবেক সভাপতি উপজেলা আওয়ামীলীগ ও সাবেক চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাফী। বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবীলীগের আহবায়ক শাহ আলম ঠিকাদার, উপজেলা মৎস্যজীবীলীগের আহবায়ক মনির হোসেন চৌধুরী, চান্দলা ইউনিয়ন মৎস্যজীবীলীগের সদস্য সচিব আমির হোসেন সেন্টু, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন সাইফুল, জমির হোসেন মাষ্টার, জাকির হোসেন, সুলতান আহাম্মদ খাঁন। বক্তারা সংবাদ সম্মেলনে বলেন, চান্দলা ইউনিয়ন আওয়ামীলীগ কমিটি গত শুক্রবার বিকালে গঠনতন্ত্র অনুযায়ী না দিয়ে মাননীয় সংসদ সদস্যকে উপস্থিত রেখে যে বিতর্কিত ও পকেট কমিটি দেওয়া হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আওয়ামীলীগের গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি ঘোষণা ও বিতর্কিত পকেট কমিটি বাদ দিয়ে নতুনভাবে করার জন্য সংবাদ সম্মেলনে দাবী জানানো হয়। এ পকেট কমিটির প্রতিবাদে চান্দলা ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান। বক্তারা চান্দলা ইউনিয়ন আওয়ামীলীগকে সুসংগঠিত করতে হলে নতুন কমিটি দেবার জন্য মাননীয় সংসদ সদস্য কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া)  আসনের বীর মুুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খানের প্রতি দাবি জানান। সংবাদ সম্মেলন শেষে চান্দলা বাজার থেকে শুরু করে স্কুল এন্ড কলেজ মাঠে এসে প্রতিবাদের অংশ হিসাবে মৌন মিছিল করেন উপস্থিত আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।