উইন্ডিজকে হারিয়ে ইংল্যান্ডের প্রতিশোধ
Published : Sunday, 24 October, 2021 at 12:00 AM
২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সেদিন বেন স্টোকসের করা শেষ ওভারে টানা চারটি ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জিতিয়েছিলেন কার্লোস ব্র্যাথওয়েট। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সেই ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে কঠিন প্রতিশোধ নিয়েছে ইংলিশরা।
শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিবীয়দেরকে ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড, সেটিও আবার ৭০ বল হাতে রেখে। ক্যারিবীয়দের দেওয়া ৫৬ রানের টার্গেটে ৮ দশমিক ২ ওভারেই পৌঁছে যায় মরগানবাহিনী। ওপেনার জস বাটলার ২২ বলে ২৪ রানে অপরাজিত থাকেন। অপর ওপেনার জেসন রয় ১১ রান করেন। মরগান অপরাজিত থাকেন ৭ রানে। ক্যারিবীয় স্পিনার আকিল হোসেন দুটি উইকেট নেন।