চাঁদপুরে ডিএনসির অভিযানে গাঁজা সহ আটক এক
মানিক দাস
Published : Thursday, 21 October, 2021 at 1:09 PM
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কচুয়া থেকে গাঁজাসহ একজনকে আটক করেছে। বৃহস্পতিবার সকাল ৭ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের গঠিত রেডিং টীম কচুয়া উপজেলার ডুমুরিয়া গ্রামের মসজিদ বাড়িতে অভিযান চালিয়ে মোহাম্মদ শাহিনের(৪৪)এর বসত ঘরে ও দেহ তল্লাশি করে ২০০গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে।উল্লেখ্য যে ইতোপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর কর্তৃক আসামী শাহিনকে আরো ২ বার মাদকসহ গ্রেফতার করে।
এ বিষয়ে আটক আসামী শাহিনের বিরুদ্ধে উপ পরিদর্শক মোহাম্মদ মজিবর রহমান বাদী হয়ে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়।