ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
১২ বছর আগের স্মৃতি ফেরাতে মরিয়া পাকিস্তান
Published : Thursday, 21 October, 2021 at 12:49 PM
১২ বছর আগের স্মৃতি ফেরাতে মরিয়া পাকিস্তান২০০৯ সালের পুনরাবৃত্তি ২০২১ বিশ্বকাপে। পাকিস্তান ক্রিকেটে অক্সিজেন সঞ্চার করার একমাত্র উপায়। তাই ১২ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনতে চায় বাবর আজমরা। 

টি-২০ বিশ্বকাপের আগে দলের কোচ মিসবাহ-উল-হকের পদত্যাগ। একটার পর একটা দেশের পাকিস্তান সফর বাতিল। পাকিস্তান ক্রিকেট দলের সামনে যেন সংকটের পাহাড়। তবু নতুন কোচ ম্যাথিউ হেইডেনের প্রশিক্ষণে ২০০৯ সালের পুনরাবৃত্তি ঘটানোর স্বপ্ন দেখছে বাবর আজমের দল।  

সেই বছর টি-২০ বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। করাচিতে খাদ্যসংকট, খাইবারের ওপাশে বিদ্রোহ, লাহোরে সংস্কৃতি সংকট সবকিছু আপাতত তুলে রেখেছে পাকিস্তান দল। বাবরদের নজর টি-২০ বিশ্বকাপে। পুনরুজ্জীবনের জন্যে এই টুর্নামেন্ট কতটা জরুরি সেটা জানে পাকিস্তান ক্রিকেট দল।
কাজটা নিঃসন্দেহে কঠিন। কারণ সুপার ১২-তে তাদের প্রথম প্রতিদ্বন্দ্বী ভারত। আইসিসি টুর্নামেন্ট ছাড়া এখন আর ভারত-পাকিস্তান মুখোমুখি হয় না। ভারত শক্তিশালী প্রতিপক্ষ, মানছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। কিন্তু পাশাপাশি দাবি করছেন, কোহলিরা অপরাজেয় নয়। 

দুর্দান্ত ফর্মে আছেন বাবর। ছন্দে আছেন শাদাব খান এবং শাহীন আফ্রিদিও। দলে রয়েছেন মোহম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, শোয়েব মালিকের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশ্রনই স্বপ্ন দেখাচ্ছে। টি-২০ বিশ্বকাপ জিততে পাকিস্তানের প্রথম কাজ ভারতকে হারানো। বহু যুদ্ধের নায়ক ম্যাথিউ হেইডেন হিসাব কষছেন, কীভাবে ভারত বধ করা যায়? বিশ্বমঞ্চে কখনই সেই হিসাব মেলেনি পাকিস্তানের। এবার কি সেই রীতি বদলাবে?