বুড়িচংয়ের পাঁচোড়ায় সামাজিক উন্নয়নমূলক সভা
Published : Sunday, 17 October, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।।
কুমিল্লার বুড়িচংয়ে উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া মাধ্যমিক বিদ্যানিকেতন প্রাঙ্গণে গতকাল ১৬ অক্টোবর বিকেলে সামাজিক উন্নয়নমূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুড়িচং রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফার সভাপতিত্বে উক্ত সভা পরিচালনা করেন আওয়ামীলীগ নেতা মো. সিরাজুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. শাহজাহান চেয়ারম্যান, পাঁচোড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সৈয়দ আহাম্মদ, মো. নোয়াব মিয়া মাস্টার, ডা: আ: কুদ্দুছ, চেয়ারম্যান প্রার্থী মো. আরিফুল হক উজ্জ্বল, মো. জসিম উদ্দীন, মো. কামাল হোসেন, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য আথলীগ নেতা মো. আবদুল জলিল, ছাত্রলীগ নেতা মো. আবুল খায়ের, রাকিবুল হক উজ্জ্বল, ডালিম, শরীফসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা যে কোন সামাজিক সমস্যা ও বিশৃংখলা যাতে সৃষ্টি হতে না পারে সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার আহবান জানান। বর্তমান ফেইজবুক ও তথ্য প্রযুক্তির অবাধ এ যুগে কেউ যাতে কারো বিরুদ্ধে অযথা মানহানিকর কোন পোস্ট ফেইজবুকে প্রদান না করে সে লক্ষ্যে তীক্ষè দৃষ্টি সতর্ক থাকার অনুরোধ জানান।