ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন        
Published : Sunday, 17 October, 2021 at 12:00 AM
             
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের একটি অন্যতম উপাদান হচ্ছে স্মার্ট মোবাইল ফোন। যা দিয়ে আমরা আমাদের কাঙ্খিত অনেক কাজ করতে পারি। তবে এর সঠিক ব্যবহার বিধি সম্পর্কে সবচেয়ে বেশী সচেতন হচ্ছেন প্রাপ্ত বয়স্করা। সূতরাং অপ্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়েদের হাতে কেউ স্মার্ট মোবাইল ফোন তুলে দিবেন না। কেননা এই বয়সটা হচ্ছে বই পড়ে সময় খরচ করায় বয়স।
আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি শনিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগড়া মডেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবন উদ্বোধণী অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডাক্তার হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ তমাল, যুবলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল, কলেজ প্রতিষ্ঠাতা শামীম মিয়া, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, কাজী আবুল খায়ের, আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, উপজেলা যুবলীগ সদস্য আরিফুল ইসলাম শাহেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা তাজুল ইসলাম মামুন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম মুন্সী।
শিক্ষক সমিতির কেন্দ্রিয় সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আফজালুন্নেছা বাসেদ, মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বণ কুমার শিব, কাইয়ুম ভূইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শিশু, ব্যবসায়ী সাইফুল করিম খান ইমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম তুহিন ও সাধারণ সম্পাদক হাফিজ খান প্রমুখ।
 প্রধান অতিথির বক্তব্যে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন আরো বলেন, জীবনকে আলোকিত করার অন্যতম মাধ্যম হচ্ছে বই। তবে খেয়াল রাখতে হবে আমাদের সন্তানদেরকে ধর্মীয় ও নৈতিক শিক্ষার আলোকে গড়ে তুলছি কিনা। অন্যথায় শিক্ষার সঠিক ফলপ্রসু দিক আমরা উপভোগ করতে পারব না।
মোচাগড়া মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ব্যবসায়ী শামীম মিয়া বলেন, যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের আশ-পাশের ১০ গ্রামের ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য কোন কলেজ ছিল না। ফলে এসএসসি পাশ করার পরে অনেকে পড়ালেখা থামিয়ে দিয়ে অন্য পেশায় মনোনিবেশ করতেন। বর্তমানে কলেজ প্রতিষ্ঠার উদ্যোগকে ঘিরে অভিভাবক, ছাত্রছাত্রীসহ গ্রামবাসীর মধ্যে এক উৎসবের আমেজ বিরাজ করছে। এ আমেজকে ধরে রাখতে হলে কলেজের সার্বিক সহযোগিতায় সকলে এগিয়ে আসতে হবে। শৃজনশীল লেখাপড়া মনোনীবেশ করে নিজেকে আলোকিত করতে পারলেই কলেজ প্রতিষ্ঠার সফলতা প্রকাশ পাবে।