ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
যুক্তরাষ্ট্রে কুমিল্লার এক ব্যক্তির আত্মহত্যা
Published : Saturday, 16 October, 2021 at 7:09 PM, Update: 16.10.2021 7:32:23 PM
যুক্তরাষ্ট্রে কুমিল্লার এক ব্যক্তির আত্মহত্যা কুমিল্লার লাকসাম নিবাসী ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান আত্মহত্যা করেছেন। বাংলাদেশ সময় সকাল ১০ টায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে তিনি আত্মহত্যা করেন বলে জানা যায়।

শনিবার দুপুরে তার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ও সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবির।

প্রক্টর আলমগীর কবির বলেন, মাহফুুজুর রহমান যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটিতে পিএইচডিতে অধ্যয়নরত ছিলেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখন বলা যাচ্ছে না। পুলিশ তার তদন্ত করছে। মাহফুজের আত্মহত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।