ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভারতের ক্রিকেট দলের কোচ হতে সম্মতি দিলেন রাহুল দ্রাবিড়
Published : Saturday, 16 October, 2021 at 1:41 PM
ভারতের ক্রিকেট দলের কোচ হতে সম্মতি দিলেন রাহুল দ্রাবিড়ভারতের ক্রিকেট দলের কোচ হতে সম্মতি দিয়েছেন রাহুল দ্রাবিড়। টাইমস অব ইন্ডিয়া আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শুক্রবার রাতে আইপিএলের ফাইনাল শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী রাহুলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব জয় শাহও। সেখানেই রাহুল তার সম্মতির বিষয়টি জানান। 

বিসিসিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতের পরবর্তী কোচ হতে রাহুল সম্মতি জানিয়েছেন।