ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পানিতে ডুবে প্রাণ গেলো মেডিকেল ছাত্রের
Published : Saturday, 16 October, 2021 at 1:18 PM
পানিতে ডুবে প্রাণ গেলো মেডিকেল ছাত্রেরবগুড়ায় সারিয়াকান্দিতে যমুনা নদীতে গোসল করার সময় পানিতে ডুবে মেডিকেল ছাত্র মোছাব্বির হোসেন ফাইমের (২২) মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) সকাল ৮টার দিকে সদর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

ফাইম দিনাজপুর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের হাতিবান্দা গ্রামের ফজলুল করিমের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মনিরুজ্জামান বাবু বিষয়টি নিশ্চিত করেন।

স্বজনরা জানান, ফাইম তার খালাতো ভাই মোহাইমিনের সঙ্গে গত শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সারিয়াকান্দি উপজেলায় নানা আমজাদ হোসেন মন্ডলের বাড়িতে বেড়াতে যান। শনিবার সকালে দিঘলকান্দি হার্ডপয়েন্ট এলাকায় (প্রেম যমুনা ঘাট) যমুনা নদীর একটি ডোবায় গোসল করার সময় পানিতে ডুবে যান তিনি। এর কিছুক্ষণ পর এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে।