নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন, শিক্ষার্থীর মৃত্যু
Published : Wednesday, 13 October, 2021 at 12:00 AM
ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে, যিনি নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
নিউ মার্কেট থানার ওসি এসএম কাইয়ুম জানান, মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ বছর বয়সী মেয়েটির মৃত্যু হয়। ওই শিক্ষার্থীর এবার আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। গভার্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের কোয়ার্টারে তাদের বাসা। ওসি বলেন, “গত শনিবার রাত ২টার দিকে বাসায় নিজের ঘরে গায়ে কেরোসিন ঢেলে সে আগুন ধরিয়ে দেয় সে। পরে ৯৯৯ এর মাধ্যমে ফোন পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে বার্ন ইউনিটে ভর্তি করে।”
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, মেয়েটির শরীরে ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। ভর্তি হওয়ার পর থেকেই সে আইসিইউতে ছিল। পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি বলেন, “শনিবার রাতে লেখাপড়ার জন্য মেয়েটির মা রাগারাগি করে ছোট ছেলেকে মারধর করেন। পরে অভিমান করে মেয়েটি নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়।”
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা কাইয়ুম।