আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন জনমত যাচাইয়ে মতবিনিময় সভা
Published : Monday, 11 October, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি এখনও। কিন্তু এরই মধ্যে চলছে প্রার্থীদের প্রচারণা!
তবে প্রচারণার আগে জনমত যাচাই করতে মাঠে নেমেছেন কুমিল্লার চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ।
তিনি বলেন, নির্বাচনে প্রার্থী হওয়ার কথা পরে। আগে জনগণের মতামত যাচাই করতে চাই। গত ১০ বছরে ইউনিয়নবাসীকে কতটুকু সেবা দিয়েছি, তাদের প্রত্যাশাই বা কতটুকু পূরণ করতে সক্ষম হয়েছি। সেই হিসাব নিকাশ করতে ইউনিয়নের প্রতিটি গ্রাম ঘুরে জনগণের মতামত নিব। তাদের সাড়া পেলেই নির্বাচনে অংশ নিব। তার বাহিরে নয়।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় কেরণখাল ইউনিয়নের নিজ গ্রাম ছয়ঘড়িয়ায় গ্রামবাসীর সাথে মতবিনিময় সভায় চেয়ারম্যান হারুন অর রশিদ এমন বক্তব্য দেন।
আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক আলী হোসেন এর সভাপতিত্বে সময় বক্তব্য রাখেন, মাকছুদুল হাসান খোকন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, মোকারম মজুমদার, সমাজ সেবক মিজানুর রহমান, মোস্তাজ্জিদ আহম্মেদ, সাংবাদিক জাকির হোসেন প্রমুখ।
উপস্থিত ছিলেন, ছয়ঘড়িয়া গ্রামের চারটি জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লী, গ্রামের যুবক বৃদ্ধ সহ সর্বস্তরের জনগণ। তারা সকলেই গ্রামের পক্ষ থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই বারের সফল চেয়ারম্যান হারুন অর রশিদকে আবারও চেয়ারম্যান হিসাবে পাওয়ার আশা ব্যক্ত করেন।