ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে চাঁদাবাজির অভিযোগে ১৪ মামলার আসামি গ্রেফতার
Published : Wednesday, 6 October, 2021 at 12:00 AM, Update: 06.10.2021 3:42:08 AM
বুড়িচংয়ে চাঁদাবাজির অভিযোগে ১৪ মামলার আসামি গ্রেফতারবুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে চাঁদাবাজির অভিযোগে মনির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। ৫ অক্টোবর বুড়িচং উপজেলার খাড়াতাইয়া গাজীপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময়ে তার কাছ থেকে নগদ ৫ হাজার ৩৫০ টাকা ও ১ টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। গ্রেফতার মনির হোসেন গাজীপুর গ্রামের মৃত রাজ্জাক সরদারের পুত্র। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৪টিরও অধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
মনির হোসেনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ কুমিল্লার উপ পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
র‌্যাব জানায়, বুড়িচং উপজেলার খাড়াতাইয়া বাজারের ব্যবসায়ী আবদুল মান্নানের কাছ থেকে বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হুমকি ধমকি দিয়ে ১ লাখ ১০ হাজার টাকা চাঁদা আদায় করে। কিছুদিন পূর্বে আরো টাকা দেয়ার জন্য সে ওই ব্যবসায়ীকে আবারো চাপ প্রয়োগ করে। ব্যবসায়ী মান্নান চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে গত ১৫ সেপ্টেম্বর তাকে একটি দোকানে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে এবং ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় মনির। এ বিষয়ে গত ৪ অক্টোবর র‌্যাব কুমিল্লার কাছে একটি অভিযোগ করেন মান্নান। অভিযোগের পরদিন ৫ অক্টোবর মনির হোসেনকে গ্রেফতার করে র‌্যাব।