ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৬ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে কাল
Published : Wednesday, 6 October, 2021 at 12:00 AM, Update: 06.10.2021 3:41:46 AM
৬ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে কালদেশে এখন পর্যন্ত করোনার টিকা এসেছে ৫ কোটি ৮২ লাখ ৭৪ হাজার ৮৯০ ডোজ। এরমধ্যে ৫ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৫৭২ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে টিকা মজুত আছে ৫৮ লাখ ৩১ হাজার ৩১৮ ডোজ। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৪৯ লাখ ৪৬ হাজার ৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৭৪ লাখ ৬৭ হাজার ৫৬৫ জন। আর গতকাল দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৫ লাখ ৯৯ হাজার ৯২৯ ডোজ টিকা। এরমধ্যে রয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, যুক্তরাষ্ট্রের ফাইজার ও মডার্নার টিকা। মঙ্গলবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩০ হাজার ৪৭৭ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক হাজার ৬৭ জনকে।
পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১২ হাজার ৩৫০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২২৬ জনকে।
এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন চার লাখ ১ হাজার ৭৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৫০ হাজার ৫৮৬ জন।
মডার্নার টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন ২ হাজার ২১৪ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ হাজার ৯৩২ জনকে। এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ১৬ লাখ ৩ হাজার ৯৭ জন।