ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ড্রেজারে মাটি উত্তোলন ব্রাহ্মণপাড়ায় ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা
Published : Wednesday, 6 October, 2021 at 12:00 AM, Update: 06.10.2021 3:41:08 AM
ড্রেজারে মাটি উত্তোলন ব্রাহ্মণপাড়ায় ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানাইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকুই এলাকায় সরকারি বিধিনিষেধ অমান্য করে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে সাহেবাবাদ ইউনিয়নের ইউপি সদস্য হুমায়ুন কবীরকে ৫০ হাজার টাকা জরিমানা করে নগদ আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট। এসময় মাটি উত্তোলনের জন্য ব্যবহৃত প্রায় ২শত ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।
জানা যায়, উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকুই এলাকায় ইউপি সদস্য হুমায়ুন কবীর এর নেতৃত্বে দীর্ঘদিন যাবত অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে ফসলি জমি ও জলাশয় থেকে মাটি উত্তোলন করে আসছে। এরকম একটি সংবাদ গত রবিবার স্থানীয় ও জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। সংবাদটি প্রশাসনের নজরে এলে সোমবার দুপুরে ব্রাহ্মণপাড়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা'র নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আসমা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ মাটি উত্তোলনের বিষয়টি নিশ্চিত হন। এসময় ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের অপরাধে স্থানীয় ইউপি সদস্য হুমায়ূন কবীরকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে ৫০ হাজার টাকা নগদ অর্থদন্ডে দন্ডিত করে নগদ আদায় করেন। এছাড়াও ঘটনাস্থলে পাওয়া মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত আনুমানিক ২ শত ফুট পাইপ বিনষ্ট করেন তিনি।