সাফ শুরুর আগে আকস্মিক কোচ বদলের সিদ্ধান্ত আলোচনার জন্ম দিয়েছিল। সব আলোচনা থেমে গেছে টুর্নামেন্টে বাংলাদেশের দুই ম্যাচের ফলাফলে। এমনকি যাকে সরিয়ে এই পরিবর্তন, সেই জেমি ডেও ইতিবাচক দৃষ্টিতে দেখছেন দলের নৈপুণ্য।
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের (১-০) পর ভারতকে ১০ জন নিয়েও রুখে দিয়েছে জামাল ভূঁইয়ারা। জাতীয় দলের সঙ্গে না থাকলেও ইংল্যান্ড থেকে ঠিকই ম্যাচ পর্যবেক্ষণ করছেন জেমি ডে। বাংলা ট্রিবিউনকে সেখান থেকে বলেছেন, ‘ভারতের বিপক্ষে পয়েন্ট অর্জন বড় বিষয়। ভারত দাপট দেখাবে, বাংলাদেশ প্রতি আক্রমণে খেলবে- এটাই প্রত্যাশিত ছিল। তবে ১০ জন নিয়েও এক পয়েন্ট অর্জন দারুণ কিছুই।’
পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিল ভারত, ছিল আক্রমণেও। এই ম্যাচ নিয়ে ডের বিশ্লেষণ, ‘ভারত মোটেও এই ফলে খুশি হতে পারেনি। কেননা ম্যাচ জেতেনি। আমি মনে করি, ভারত সব দিক দিয়ে ভালো খেলতে পারেনি। তবে তাদের ম্যাচ যেতা উচিত ছিল। এর জন্য ভালো ফিনিশিংয়ের দরকার ছিল। বাংলাদেশ অন টার্গেট একটা বা দুটা সুযোগ পেয়েছে, সেগুলোই কাজে লাগানোর চেষ্টা করেছে।’
বাংলাদেশ ভালো খেলেই পয়েন্ট পেয়েছে, এমন মন্তব্য করে ডে আরও বলেছেন, ‘আমি মনে করি না বাংলাদেশ সবসময় জেতার মতো অবস্থায় ছিল। তবে ভালো খেলে পয়েন্ট পেয়েছে। ম্যাচে লাল কার্ডও হয়েছে। তবে তা নাহলে গোল হয়ে যেতো। বিশ্বনাথ বলতে গেলে গোল বাঁচিয়েছে।’
টুর্নামেন্টে দুই ম্যাচে তিন পয়েন্ট বাংলাদেশের। ফাইনালে যেতে নেপাল-মালদ্বীপ বাধা টপকাতে হবে। ডে কিন্তু আশাবাদী, ‘নেপাল ভালো পজিশনে আছে। এখন নেপাল ও মালদ্বীপকে হারিয়েই ফাইনালে যেতে হবে। ওদের ইতিবাচক ফলের ব্যাপারে আমি আশাবাদী।’