ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় জেলা পরিষদের ত্রাণ বিতরণ
রণবীর ঘোষ কিংকর
Published : Friday, 1 October, 2021 at 8:37 PM
চান্দিনায় জেলা পরিষদের ত্রাণ বিতরণ কুমিল্লার চান্দিনায় কোভিড-১৯ উপলক্ষে দুঃস্থ ও কর্মহীন দরিদ্র জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে জেলা পরিষদ।

শুক্রবার (১ অক্টোবর) সকাল ১০টায় চান্দিনা উপজেলার মহিচাইল বাজারে ওইসব খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদ সদস্য মো. জাহাঙ্গীর আলম।

এসময় উপজেলার ১১০জন দুঃস্থদের মাঝে ১০কেজি চাল ও ১ কেজি ডাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গল্লাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম, বরকইট ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আবুল বাসার, কেরণখাল ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান শামছুল আলম, নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক মুজাফ্ফর হোসেন, উপজেলা কৃষকলীগ সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জি. জামশেদ আলী, আওয়ামীলীগ নেতা হাজী আবুল কাশেম, আহসান হাবিব ভূইয়া, খোরশেদ আলম ভূইয়া, আব্দুল হক আব্দুল্লাহ প্রমুখ।