রাইস কুকারকে আবার বিয়ে করা যায় নাকি? ব্যাপারটা আসলেই অদ্ভুত। তবে এরকম একটি কাণ্ড ঘটিয়েছেন ইন্দোনেশিয়ার এক ব্যক্তি। রাইস কুকারকে বিয়ে করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ আলোড়ন তুলেছেন কোহিরুল আনাম। এরই মধ্যে ১০ হাজারের মতো লাইক আর ১২শর মতো কমেন্ট পড়েছে তার শেয়ার করা ছবিতে। খবর এনডিটিভির।
কোহিরুল আনামের গত সপ্তাহে ফেসবুকে শেয়ার করা ছবিতে দেখা যায়, ঠিক বিয়ের মতো করেই সাজপোশাকে বসে আছেন। রাইস কুকারটিকেও কনের মতো করে সাজিয়েছেন। পাশে রেখেছেন সেটি। আবার কাজীর স্বাক্ষর করা ছবিও শেয়ার করেন তিনি। ছবির ক্যাপশনে লেখেন, তিনি রাইস কুকারকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন এজন্য যে, এটি ন্যায্য, বাধ্য, প্রেমময় ও ভালো রান্না করতে পারে!
কিন্তু বিয়ে করতে না করতেই চারদিন পর ডিভোর্স! এসময়ও তিনি লেখেন, এটি শুধু ভাত রান্না করতে পারে। ডিভোর্সের ঘোষণাও তিনি ফেসবুকেই দেন।
অবশ্য তার এ কাণ্ড, বিনোদনের খোরাক জুগিয়েছে নেটিজেনদের মধ্যে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, আনাম ইন্দোনেশিয়ার একজন সুপরিচিত কমেডিয়ান। তার ফলোয়ার রয়েছে অনেক।