
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামে ১ অক্টোবর শুক্রবার বিকেলে আয়েত আলী সরকার এণ্ড তাজুল ইসলাম মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান প্রয়াত তাজুল ইসলাম চেয়ারম্যান এর ছেলে মাজহারুল ইসলাম এর অর্থায়ণে এলাকার অসহায় দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
জানা যায়, প্রয়াত চেয়ারম্যান মরহুম তাজুল ইসলাম এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এলাকার দেড় শতাধিক অসহায় মানুষের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ রসুন, তেল ও খাসির মাংস।
এসময় উপস্থিত ছিলেন আয়েত আলী সরকার এণ্ড তাজুল ইসলাম মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত তাজুল ইসলাম এর ছেলে রেজাউল ইসলাম সুমন, গিয়াসউদ্দিন, মোস্তফা খান, জুনায়েদ বাগদাদী, কাইয়ুম হাসান, অপু সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।