ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রতিপক্ষের জালে এবার ৭ গোল দিল ‘পাষণ্ড’ বায়ার্ন
Published : Monday, 20 September, 2021 at 12:00 AM
প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে দেওয়াটাকে রুটিনে পরিণত করে ফেলেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নস লিগের একটি ম্যাচে বার্সেলোনার মত দলকেও ৮-২ ব্যবধানে হারিয়েছিল তারা। কিছুদিন আগেও বার্সাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের মিশন শুরু করেছে দলটি। সেই বায়ার্ন এবার লিগ ম্যাচে প্রতিপক্ষকে দিল সাত গোল।
শনিবার রাতে বোচহামের বিপক্ষে ম্যাচে ৭-০ গোলে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। জোড়া গোল করেছেন জোসোয়া কিমিখ। একটি করে গোল করেছেন সানে, লেভানদোস্কি, মটিং এবং গ্যানাব্রে। অন্য গোলটি এসেছে আত্মঘাতী থেকে।
ম্যাচের ১৭তম মিনিটে লিরয় সানে গোল করে এগিয়ে দেন বায়ার্নকে। এরপর ২৭তম মিনিটে কিমিখ ও ৩২তম মিনিটে গ্যানাব্রে গোল করে ব্যবধান করেন ৩-০। ৪৩তম মিনিটে নিজেদের জালেই বল পাঠিয়ে ব্যবধান ৪-০ করেন বুচহামের ভাসিলিস।
বিরতির পর ম্যাচের ৬১তম মিনিটে লেভানদোস্কি গোল করেন। ৬৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন কিমিখ। ৭৯ মিনিটে গোল উৎসবের ইতি টানেন মটিং। এই জয়ের ফলে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বায়ার্ন।