ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দক্ষিণ আফ্রিকা ‘খারাপ দল নয়’
Published : Tuesday, 14 September, 2021 at 12:00 AM
ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের পর শ্রীলঙ্কায় টানা তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। রোববার (১২ সেপ্টেম্বর) কলম্বোয় স্বাগতিকদের ৯ উইকেটে হারায় তারা। তাবরাইজ শামসি ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে লঙ্কানদের ১০৩ রানে গুটিয়ে দিতে ম্যাচসেরা পারফরম্যান্স করেন। সমান সংখ্যক উইকেট পান এইডেন মার্করাম। জবাবে কুইন্টন ডি ককের অপরাজিত ৫৮ রানের ইনিংসে ৩৫ বল আগেই জিতে যায় প্রোটিয়ারা।
সম্প্রতি মাঠে ফর্মহীনতা ও মাঠের বাইরের বিতর্কিত ঘটনায় সমালোচিত দক্ষিণ আফ্রিকা। এমন পরিস্থিতিতে টানা তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ জয়কে ইতিবাচকভাবে দেখতে দেশবাসীকে আহ্বান করলেন শামসি।
ম্যাচ শেষে সীমিত ওভারের এই স্পিনার বললেন, ‘আমরা টানা সিরিজ জয়ের মধ্যে আছি। আমি মনে করি না এই দল জঞ্জাল। আমরা অনেক ভালো। লোকেরা অতীতের সেরা দলগুলো নিয়ে কথা বলে। এই দল তাদের সঙ্গে সমান তালে লড়ছে। আমাদের হয়তো খ্যাতনামা কোনো খেলোয়াড় নেই কারণ আমরা খুব বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলিনি। তার মানে এই নয় যে খেলোয়াড়রা ততটা ভালো না, কারণটা শুধু তারা খুব বেশি পরিচিত নয়।’
শ্রীলঙ্কায় আর একটি ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় ভাগ হয়ে যাবেন। কেউ আইপিএল খেলতে আমিরাতে যাবেন, কেউ ঘরে ফিরবেন ঘরোয়া টি-টোয়েন্টি খেলতে। আবার অক্টোবরে একত্র হবেন তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। যদিও খুব কম লোকের প্রত্যাশা যে শিরোপা খরা কাটাবে প্রোটিয়ারা, তারপরও শামসি মনে করেন দলকে সেরা অবস্থানে রাখতে সর্বোচ্চটুকু দিচ্ছেন খেলোয়াড়রা। শামসি বলেন, ‘এটা দক্ষিণ আফ্রিকার দল, এটা জনগণের দল। আমরা আমাদের জন্য খেলছি না। ব্যাজের ওপর আমার ছবি নেই। এটা আমাদের দেশ এবং আমাদের সবাই লোকজনকে গর্বিত করার চেষ্টা করছে। ফল পেতে আমরা কঠোর পরিশ্রম করছি।’