ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিন বছরের জন্য পিসিবির চেয়ারম্যান রমিজ
Published : Tuesday, 14 September, 2021 at 12:00 AM
সব কিছু পাকা হয়েই ছিল। বাকি ছিল আনুষ্ঠানিকতার। পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) তিন বছরের জন্যে চেয়ারম্যান পদে বসলেন রমিজ রাজা। সোমবার এক সভার পর দায়িত্ব বুঝে নেন সাবেক এই ক্রিকেটার।
রমিজ রাজাকে মনোনীত করেছেন পাক প্রধানমন্ত্রী ও পিসিবির প্রধান পৃষ্ঠপোষক ইমরান খান। এর ফলে চতুর্থ ক্রিকেটার হিসেবে পিসিবির শীর্ষ পদে বসলেন ১৯৯২ বিশ্বকাপজয়ী রমিজ। তার আগে দায়িত্ব পালন করেছেন আব্দুল হাফিজ কারদার, জাভেদ বুরকি ও ইজাজ বাট।
পাকিস্তানের হয়ে রমিজ রাজা আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২৫৫টি। ১৯৮৪ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত বিস্তৃত ছিল তার ক্যারিয়ার। এই সময়ে রান করেন ৮ হাজার ৬৭৪। এর আগে ২০০৩-০৪ সালেও পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। তখন চেয়ারম্যান ছিলেন শাহরিয়ার খান।  
অবশ্য পদে বসার আগ থেকেই বোর্ডে প্রভাব বিস্তার করা শুরু করেন রমিজ। যে কারণে কিছুদিন আগে প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান মিসবাহ উল হক। সরে যান বোলিং কোচ ওয়াকার ইউনিসও।