ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে মাতেও বেরেত্তিনিকে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচ। বছরের বাকি তিনটে গ্র্যান্ড স্ল্যাম ইতিমধ্যেই জোকোভিচের পকেটে, আরেকটি জিতলে রেকর্ড হয়ে যাবে তার। পাশাপাশি আছে ২১তম গ্র্যান্ড স্ল্যাম জিতে একচ্ছত্রভাবে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি।
ইতালিয়ান তারকা বেরেত্তিনি প্রথম সেট ৫-৭ জিতলেও পরের সেটে ঘুরে দাঁড়ান সার্বিয়ান খেলোয়াড় জোকোভিচ। ৬-২, ৬-২, ৬-৩ পরের তিন সেটে দাপুটে জয় জোকোভিচ প্রমাণ করলেন কেন তিনি বিশ্বের এক নম্বর।
এদিকে, চতুর্থ বাছাই আলেজান্ডার জেভরেভ দক্ষিণ আফ্রিকান লয়েড হ্যারিসকে ৭-৬ (৬), ৬-৩, ৬-৪ ব্যবধানে হারিয়ে সেমিতে পৌঁছেছেন। গত বারের যুক্তরাষ্ট্র ওপেন খেতাব থেকে একধাপ আগেই থামতে হয়েছিল জার্মান টেনিস তারকাকে, এবার নিশ্চয়ই প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিততে মরিয়া হবেন তিনি।