Published : Friday, 3 September, 2021 at 12:00 AM, Update: 03.09.2021 1:49:40 AM
রণবীর ঘোষ কিংকর:
একাদশ জাতীয় সংসদের কুমিল্লা-৭ (চান্দিনা) শূন্য আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ অক্টোবর প্রতিটি কেন্দ্রে ইভিএম পদ্ধতি ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের বৈঠকে ওই সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালকুদার।
৭ অক্টোবর ভোট গ্রহণকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ১৪ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২০ সেপ্টেম্বর।
চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব জানান- নির্বাচনী তফসিল অনুযায়ী কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসার এবং জেলা নির্বাচন অফিসার সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রেই ভোট গ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে।
তিনি আরও জানান- চান্দিনা থেকে পাঁচবারের প্রবীণ সাংসদ অধ্যাপক মো. আলী আশরাফ গত ৩০ জুলাই মৃত্যুবরণ করলে সেই দিন থেকে আসনটি শূন্য ঘোষণা করে ২ আগস্ট গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ওই শূন্য আসনে উপ-নির্বাচনের লক্ষ্যে বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়।
এদিকে, অধ্যাপক মো. আলী আশরাফ এমপি’র মৃত্যুর পর থেকে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাপ শুরু হয়। এ আসন থেকে আওয়ামীলীগে একাধিক প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, সদ্য প্রয়াত সাংসদ অধ্যাপক মো. আলী আশরাফ এর একমাত্র তনয় এফবিসিসিআই সাবেক সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু, জেলা আওয়ামীলীগ সদস্য নাজনীন আক্তার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমূল আহসান মজুমদার রিপন ও প্রয়াত আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শাহজাদা মিঞা খোকা’র ছোট ভাই উপজেলা কৃষকলীগ আইন বিষয়ক সম্পাদক এড. শাহজালাল মিঞা শিপন।
এ আসনে ১৯৭৩ থেকে ২০১৮ পর্যন্ত ১১টি সংসদ নির্বাচনে সদ্য প্রয়াত আওয়ামীলীগ নেতা অধ্যাপক মো. আলী আশরাফ সর্বোচ্চ পাঁচ বার এবং বর্তমান লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব সাবেক বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ চার বার নির্বাচিত হন।