ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় গৃহবধূকে গণধর্ষণ, পুলিশের হাতে আটক দুই
Published : Friday, 3 September, 2021 at 12:00 AM, Update: 03.09.2021 1:29:49 AM


কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লার লাকসামে এক তরুণী গণ ধর্ষনের শিকার হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের জগতপুর গ্রামের মৃত সোলেমান পাশার বাড়ীতে এ ঘটনা ঘটে। লাকসাম থানা পুলিশ অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করে। লাকসাম থানা পুলিশ সূত্রে জানা যায়, ৯৯৯ নাম্বারের সংবাদের ভিত্তিতে উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিন ইউনিয়নের জগতপুর গ্রামের এক গৃহবধু গণ ধর্ষনের শিকার হয়েছে। লাকসাম থানা পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌছে স্থাণীয় সোর্সের মাধ্যমে তাৎক্ষনিক অভিযান চালিয়ে জগতপুর গ্রাম থেকে ধর্ষনের শিকার তরুণীকে (২২) উদ্ধার করে। এরপর ঘটনার সাথে জড়িত জগতপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে আবদুল কুদ্দুস স্বপন (২৫) ও ইমাম হোসেনের ছেলে মোঃ দিপুকে (৩০) আটক করে।
কুমিল্লার লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুহিতুল ইসলাম জানান, তরুণী ধর্ষনের ঘটনায় ৪ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে এবং ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।