ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫ বছর ধরে বিকল এক্স-রে মেশিন
Published : Friday, 3 September, 2021 at 12:00 AM, Update: 03.09.2021 1:38:17 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্স-রে মেশিনটি গত ১৫ বছর ধরে বিকল হয়ে পড়ে আছে। এতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন উপজেলার বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা। জানা গেছে, এই উপজেলার মানুষের স্বাস্থ্যসেবা দিতে ১৯৯৯ সালের ২ জুলাই তৎকালীন সাংসদ বাংলাদেশ সরকারের সাবেক আইনমন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু এমপি এ হাসপাতালটি উদ্বোধন করেন। জন্মলগ্নের সেই এক্স-রে মেশিনটি উদ্বোধনের পর কয়েক মাস সচল থাকলেও তা গত ১৫ বছর যাবত বিকল হয়ে পড়ে আছে।
সরেজমিনে গতকাল ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপেল্গক্সে গিয়ে দেখা যায়, তালাবদ্ধ অবস্থায় রয়েছে কমপ্লেক্সের একমাত্র এক্স-রে কক্ষটি। এ বিষয়ে জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, হাসপাতালের একমাত্র এক্স-রে মেশিনটি নষ্ট থাকায় দীর্ঘ ১৫ বছর যাবত এই কক্ষটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপেল্গক্সে প্রতি মাসে সাত হাজারের বেশি রোগী আউট ডোর ও ইনডোরে চিকিৎসাসেবা নিতে আসে। এ ছাড়াও প্রতিদিন গড়ে অর্ধশতাধিক রোগী জরুরি বিভাগ থেকে চিকিৎসাসেবা নেন। সরকারি এক্স-রে মেশিনে কোনো রোগীর এক্স-রে করা হলে তাতে রোগীর যতোটা ব্যয় হয়। অন্য কোথাও এর ব্যয় কয়েকগুণ বেড়ে যায় বলে জানান ভুক্তভোগীরা।
এদিকে উপজেলার সিদলাই ইউনিয়নের বেড়াখোলা থেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী রোকসানা বেগম (৫২) ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাস্থ্য কমপেল্গক্সের সেবার মান আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে। কিন্তু চিকিৎসার যন্ত্রপাতিগুলো সচল থাকলে আরও বেশি সেবা পাওয়া যেত। এ বিষয়ে সংশ্লিষ্টরা কোনো নজর দিচ্ছেন না বলে মনে করেন তিনি। 
উপজেলার দুলালপুর ইউনিয়নের বালিনা থেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা আমেনা বেগম (৪২) জানান, এই হাসপাতালের এক্স-রে মেশিন নষ্ট থাকায় উপজেলার সাধারণ রোগীরা সময় ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন বলেন, "হাসপাতাল কমপ্লেক্সে এক্স-রে মেশিন যেটি আছে তা ১৫ বছর ধরে বিকল হয়ে আছে। উন্নতমানের একটি এক্স-রে মেশিনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। কর্তৃপক্ষ আমাকে আস্বস্ত করেছেন।"