Published : Friday, 3 September, 2021 at 12:00 AM, Update: 03.09.2021 2:04:47 AM
কুমিল্লার চান্দিনায় দুস্থ, অসহায়, প্রতিবন্ধী, কোভিড-১৯ আক্রান্ত ও অন্যান্য উপকার ভোগী একশত জনের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
চান্দিনা উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে ওই বিতরণ অনুষ্ঠান হয়।
২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে চান্দিনা উপজেলায় প্রাপ্ত ৫০ হাজার টাকা বিভিন্ন পর্যায়ে দুস্থ, অসহায়, প্রতিবন্ধী, কোভিড- ১৯ আক্রান্ত ও অন্যান্য উপকার ভোগীদের মধ্যে জন প্রতি ৫০০ টাকা করে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাছিমা আক্তার এর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন।