ফেনীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ চোরাকারবারি আটক
Published : Tuesday, 24 August, 2021 at 12:00 AM
ফেনীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ মো. আব্দুল মতিন (৫০) নামের এক চোরাকারবারিকে আটক করেছে র্যাব। সোমবার (২৩ আগস্ট) ফেনী সদর উপজেলার তেমুহনী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. আব্দুল মতিন ফেনীর পাঁচগাছিয়া ইউপির দক্ষিণ কাশিমপুর গ্রামের আব্দুর রউফের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় ছয়টি বস্তায় রাখা ১৮৬ বোতল ভারতীয় নবরতœ ও ৪২৯ বোতল ইমামী তেল উদ্ধারসহ মো. আব্দুল মতিনকে গ্রেফতার করা হয়। এসময় কসমেটিক্স বহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা (ফেনী-থ-১১-২৩৬৪) জব্দ করা হয়।
ফেনীস্থ র?্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক আবদুল্লাহ আল জাবের ইমরান বলেন, উদ্ধারকৃত তেলের আনুমানিক মূল্য ৮১ হাজার টাকা। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।